Call: 01736375037
Email: [email protected]
Welcome to our School
ধীরাশ্রম বালিকা উচ্চ বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী স্বায়ত্তশাসিত অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ২০০৩ আলহাজ্ব রফিক উজ্জামান অত্র“স্কুল” প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই নারী শিক্ষার প্রসারে গুরত্বপূর্ণ ভুমিকা পালন করছে।২০১০ সালে ডাকা শিক্ষা বোর্ড কর্তৃক নিন্ম মাধ্যমিক অনুমতি লাভ করে,পরবর্তী ২০১২ নিম্ন মাধ্যমিক স্বীকৃতি ও২০২৪ সালে মাধ্যমিক স্বীকৃতি লাভ করেছে। বিগত পরীক্ষাগুলোতে গৌরবজনক সাফল্য লাভ করছে। অত্র প্রতিষ্ঠানের ছাত্রীরা,মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ালেখা করে দেশের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখছে। অত্র প্রতিষ্ঠানের দীর্ঘায়ু কামনা করছি।